করেছি ক্ষমা -মামুন পাটোয়ারী
করেছি ক্ষমা
মামুন
পাটোয়ারী
তুমি
আছো তুমি নাই
এ
মনের গহীনে...
তুমি
আছো তুমি নাই
দু'
চোখের কোনো .... ।।
ভালোবাসা
হারিয়ে গেছে
হয়
আমার না হয় তেমার কারণে ।।
কথা
ছিলো আজ কথা নেই
কতো
কথার ভীড়ে
ব্যথারা
আছে কথা নাই
আজ
মনের নীড়ে ।।
যা
ছিলো ক্ষোভ জমা
করেছি
ক্ষমা
কিছু
স্মৃতির স্মরণে....
স্বপ্নগুলো
হয়েছে এলোমেলো
রঙীন
আশা সাদা-কালো
তুমি
সূখী হলে লাগে ভালো
আমার
আঁধার হোক না কালো ।।
যা
ছিলো ক্ষোভ জমা
করেছি
ক্ষমা
এই
মনের বারণে....
০৯-১১-২৪ (শনিবার)
No comments