শিষ্য সবাই মুন্সি-আবুল হাসান
শিষ্য সবাই
মুন্সি
আবুল হাসান
গুরু
বলে ডাকো কারে
কেবা
গুরু
ভবের
বিদ্যালয়ে?
জ্ঞানী
গুণী সাধক যত
আছে
কি ভাই
সকল
বিদ্যা লয়ে?
সকল
জ্ঞানে পূর্ণ নয় কেউ
ঘাটতি
আছে
জানার
অনেক কিছু
বিদ্যাসাগর
বিদ্যাপতি -
সে
ও ছুটে
বিদ্যা
ধনের পিছু।
এক
বিষয়ের বিদ্যাতে ও
হয়
না কেহ
পূর্ণ
পারদর্শী
শিখতে
শিখতে হয়নাকো শেষ,
বাইতে
থাকে
অপূর্ণতার
বড়শি।
নিত্য
নতুন সবাই শিখে,
শিষ্য
সবাই
ভবের
পাঠশালাতে,
কারে
তুমি গুরু ডাকো?
সে
ও শিখে
বেলা-
অবেলাতে।
No comments