কেউ আমার হৃদয় ভেঙেছে -জুলফিকার আহমেদ সুমন
কেউ আমার হৃদয়
ভেঙেছে
জুলফিকার
আহমেদ সুমন
কেউ
আমার হৃদয় ভেঙেছে।
কেউ
আমার সপ্ন কেড়ে নিয়েছে।
নিজের
কথা কাকে বলবো?
নিজের
কথা কিভাবে বলবো?
বুকের
বা পাঁজরের নিচে বেপরোয়া জ্বলছে।
প্রেমের
আগুন কি এভাবেই জ্বলতে থাকবে?
আমার
না অপবিত্র লক্ষ ছিলো।
আমার
না অপবিত্র কোনো নেশা ছিলো।
কাফনের
রং এতো সাদা কেনো হলো?
এখানে
কতো মজনু মাথা ঠুকে রক্তাক্ত হয়ে মরছে।
কাফনটা
রঙিন হলে কেমন হতো?
হয়তো
কিছু রক্তাক্ত প্রেমিকের বদন লুকানো যেতো।
আমি
কোনো আয়নার কারিগরকে খুজে ফিরছি।
আমি
তাকে জিজ্ঞেসিবো সেকি ভাঙা হৃদয় জুড়তে পারে?
কেউ
আমার হৃদয় ভেঙেছে।
কেউ
আমার ইচ্ছে গুলো কেড়ে নিয়েছে।
No comments