অভিমানী - মোজাহিদুল ইসলাম সাদ্দাম
অভিমানী
মোজাহিদুল ইসলাম সাদ্দাম
তুমি মোর ভালোবাসার তুলি দিয়ে আঁকা ছবি
স্বপ্নের রঙে রাঙানো একটা পৃথিবী
যেতায় আল্পনার রংধনু দেখেছি
একটু একটু অভিমানে ঢেকে দিয়োনা তুমি
হে অভিমানী।।
আমাদের কল্পনার রঙে রাঙানো আল্পনার রংধনুটি
যদি অভিমানের ঝড় আর শিলা বৃষ্টির ঝাপটানির হয় ইতি
জীবনে জ্বালাময়ি গ্রীষ্ম ও বিষন্ন বর্ষাটি
মুছে গিয়ে জীবন হয়ে যাবে বসন্তময়ি
হে অভিমানী।।
No comments