Header Ads

Header ADS

প্রকৃতির সাথ ও শব্দ - প্রিয়াংকা নিয়োগী

প্রকৃতির সাথ ও শব্দ
প্রিয়াংকা নিয়োগী
 
প্রকৃতি আছে,
তাইতো আছি আমরা।
প্রকৃতি সাজায় নিজেকে,
প্রলেপ মাখাই আমরা তাতে।
অপরুপ কারুকার্য,
নিজের মন মতো আঁকে,
প্রকৃতি নিজের মতো করে।
প্রকৃতি সাথে দেয়,
সেই সাথে ভর করে চলি।
প্রকৃতি রুষ্ট হলে,
নিদারুণ দুঃখ ঘনায়,
এদিক সেদিক তছনছ হয়।
    
            প্রকৃতির শব্দ মধুর সবথেকে,
বাতাসের শব্দ জুড়ায় প্রাণে ,
প্রাণের ব্যাথা যায় উড়ে ।
 
     ঝর্ণার জল করে কলকল,
শুনতে ভালো লাগে,
সেখানেও প্রকৃতি মিশে আছে।
 
   পাহাড়ের ডাক,
হৃদয়ের আবেগ,
প্রকৃতির সমাবেশ।
 
  সমুদ্রের ডাক,
প্রাণের জোয়ার।
সেখানেও প্রকৃতির হাত,
আছে প্রকৃতির ভাঁজ।
 
        সবেতেই মিশে আছে,
প্রকৃতির সুর।
সুদক্ষ সুন্দর ভুবনের,
প্রকৃতির অবদান প্রচুর।



No comments

Powered by Blogger.