Header Ads

Header ADS

চিঠি দাও - আর কে হাসান রতন

চিঠি দাও
আর কে হাসান রতন
০২/১০/২০২৪ ইং
 
তুমি কেমন আছ?
আমার জানতে ইচ্ছা করে
চিঠি দাও
আমায় একটা চিঠি দাও
কান্না মোর দু'চোখ ভরা
করিছে প্রতিক্ষা
চিঠি দাও
তুমি হীনা দেখিনা ভোরের রবি
পায় হেঁটে হেঁটে
ক্লান্ত চরণ
আর কতক্ষণ
চিঠি দাও
স্মৃতি ডাকে মৃত্যুর সৈকতে
তুমি ভালো আছ একথা শুনার জন্য
শুন্য এ বুক সদাই কাঁদে
রাত জেগে বসে থাকি
চিঠি দাও
তুমি কেমন আছো
বড় জানতে ইচ্ছা করে
চিঠি দাও।।



No comments

Powered by Blogger.