স্মৃতি - সাজিদ বিন আওলাদ
স্মৃতি
সাজিদ বিন আওলাদ
রাতের আকাশ জুড়ে নেমেছে ঝুম বৃষ্টি।
জানালার পাশে বসে মেঘলা আকাশ দেখি।
ঘন কালো অন্ধকারে চোখে ভাসে তোমার প্রতিচ্ছবি।
আমার স্মৃতির পাতায় তোমায় খুঁজে খুঁজে ফিরি।
তুমি তো চলে গেছো আমায় ছেড়ে।
তাহলে তোমার স্মৃতি গুলো কেন অমর হয়ে আছে।
মানুষ যদি হারিয়ে যায় জীবন থেকে।
কেন তাদের স্মৃতিগুলো হারায় না মন থেকে।
মাঝে, মাঝেই স্মৃতিগুলো ভেসে ওঠে মানসপটে।
তুমি হয়তো কখনো ফিরবে না আমার পাশে ।
শুধু তোমার তোমার স্মৃতিগুলো রয়ে যাবে স্মৃতির পাতার
ভাঁজে।
আজও তোমার স্মৃতিগুলো গল্প হয়ে ছড়িয়ে আছে
আমার অস্তিত্বের পুরোটা জুড়ে।
No comments