অপুণ্য ভালোবাসা - সবুজ বিপ্লব
অপুণ্য ভালোবাসা
সবুজ
বিপ্লব
হুট
করে নয়,
তোমাকে
ছেড়ে আসা ছিল ধীর পায়ে হাঁটা।
ভাবনার
গোল টেবিলে বসে,
বারবার
নিজের সাথে কথা বলা—
“এই
তো, আর পারছি না!”
ভালোবাসা
হুট করেই আসে,
কিন্তু
ছেড়ে যাওয়া?
সেটা
আসে ধীরে, নিঃশব্দে,
ক্লান্তির
পাহাড় জমতে জমতে।
তোমাকে
ছেড়ে আসার আগে,
অভিযোগ
থামিয়েছি,
অভিমান
বন্ধ করেছি,
আর
ঝগড়ার আগুন নিভিয়ে দিয়েছি।
চোখের
জলও শুকিয়েছে,
মন
খারাপের পথে পা ফেলিনি আর।
তোমাকে
আর দেখাইনি বুকের ক্ষতগুলো,
তোমার
কাছে আর গিয়ে বলিনি—
“আমার
খুব কষ্ট হচ্ছে...”
দাঁতে
দাঁত চেপে নীরবে সব সহ্য করেছি।
তারপর,
একদিন,
ঝাপসা
চোখ মুছতে মুছতে,
তোমাকে
ভালোবাসাও বন্ধ করলাম।
তোমার
জীবনের অবাঞ্চিত চুলের মত,
অপুষ্টির
দাগে,
চুপচাপ
ঝরে গেলাম—
তুমি
টেরও পেলে না।।
কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন।
No comments