বৃষ্টির রাতে - সবুজ বিপ্লব
বৃষ্টির রাতে
সবুজ
বিপ্লব
বৃষ্টির
রাত, নীরবতার গান,
তোমার
হাতে হাত, ছুঁয়ে যায় প্রাণ।
আলোর
ঝলক, মেঘের ডাক,
তুমি
আমি মিলে, রঙিন স্বপ্নে থাক।
ফোঁটা
ফোঁটা বৃষ্টি, ভিজিয়ে দেয় মন,
তোমার
চোখে দেখি, ভালোবাসার আগমন।
নিভৃতে
রাত, বাতাসে গল্প বলে,
তুমি
আমার পাশে, হৃদয়ে সুখ দোলে।
বৃষ্টি
ঝরুক, এই ভালোবাসার রাতে,
তুমি
আমি হারিয়ে যাই, মায়ার প্রভাতে।।
রচনাকাল
: ০৩/১০/২০২৪ ইং
No comments