Header Ads

Header ADS

তুমি চির স্বাধীন- মোঃ আমিনুল ইসলাম আকাশ

তুমি চির স্বাধীন
মোঃ আমিনুল ইসলাম আকাশ
 
তুমি হৃদয়ের অটুট বন্ধন
তুমি কোটি হৃদয়ের ক্রন্দন
তুমি কোটি প্রাণের রক্তে গড়া
হাজারো স্বপ্ন মেশানো সোনার বাড়া।
তুমি জীবন, তুমি মুক্তি, তুমি বাংলাদেশ
তুমি আবহমান স্বাধীনতা, তুমি অনিমেষ
তুমি পতাকার সবুজ মমতায় লাল সূর্য
তুমি ত্রিশ লক্ষ শহিদের রক্তে রণ-তূর্য।
তুমি ধরণীর পরে জননী বাঙালির
হিন্দুমুসলিম, বৌদ্ধখ্রিস্টান সকলের শান্ত নীড়
তুমি চির স্বাধীন, সদা বহমান
আমরা চির জাগ্রত, চির উন্নত সন্তান।
 
তুমি প্রতিটি নিঃশ্বাসে শিরায় শিরায়
তুমি মাটি ও মানুষের শেষ নিঃশ্বাস
সদা বিজীত তোমার চরণ,
তুমি বাঙালির দৃঢ় বিশ্বাস।
তোমার পথের ধূলিকণায় মিলে, মায়ের মমতা
তুমি ঘুমিয়ে পড়ার মত, সবুজ ঘাসের গালিচা
তোমায় শ্যামল বৃক্ষরা আদরে রাখে ঘিরে
তোমাতে পাখ-পাখালি ডাকে স্বাধীন গানের সুরে।



No comments

Powered by Blogger.