পাপী
আব্দুর রহিম দ্বীন
সকলেই আমরা পাপী,
তবুও কেন আপন হাতে
অন্যের পাপকে মাপী।
নিজেকে যারা বড় ভাবে,
আসলে তারা সবাই বোকা
সকলেই তারা খাবে ধোঁকা।
আজ তুমি করছ কামাই,
খাচ্ছ কিছু রুটি-সুটি
কালকে তুমি না খেয়ে ভাই
পরবে মটিতে লুটি-পুটি।
যাকে তাকে ভেব না ছোট,
বুঝিও তার ব্যাথা কত?
ভাবটা তুমি আগে ছাড়,
নিজের পাপটার চিন্তা কর।
No comments