কবিতা হও- মুহাম্মদ সানজিদ
কবিতা হও
মুহাম্মদ সানজিদ
কবি নয় কবিতা হও
যেন মানুষ তোমায় নিয়ে লেখে
তোমায় দেখে নতুন কিছু শিখে
নিন্দা নয় ভালোবাসা কুড়াও মানুষের কাছ থেকে
সদা-সর্বদা হাস্যোজ্জল কথা বল তাদের সাথে
ছড়াও আখলাকের শুভ্রতা তোমার চারিপাশে
হৃদয়কে সাজাও নববী সুন্নাহর আলোকে
তোমার আর্দশে যেন নবীর সুন্নাহ ফুটে
কখনো হারিয়ে যেয়ো না গড্ডালিকা প্রবাহে
হাজারো ভীড়ে যেন, তোমায় আলাদা চোখে পড়ে
তোমার মাঝে যেন বীরত্বের ছাপ ফুটে
নববী আর্দশে উজ্জীবিত নওজাওয়ান তুমি
তোমায় নিয়ে মানুষ লিখবে কবিতা, তুমি নহে কবি।
No comments