একটি রাতের তারা- শর্মিলা বহ্নি
একটি রাতের তারা
শর্মিলা বহ্নি
একটি রাতের তারা জ্বলে আছে আকশের বুকে,
আমি আনমনে চেয়ে আছি তার দিকে।
শেষ বিকেলের পান্ডুলিপিগুলো আমার বা'পাশে অগোছালো ছড়িয়ে রয়েছে।
বাতাসের দল তাকে উড়িয়ে নেবার বৃথা চেষ্টায় ঘুরেফিরে চারিধার।
পাতাগুলো উড়ছে অনর্গল।
এক শান্তির নিঃশ্বাস ফেলে বলি,
আজ আমি একটা কবিতা শোনাবো তোমায়।
এই যে শুনছো রাতের তারা তুমি আমায়?
গল্পও শোনাবো একটা যদি আপত্তি না মাখো গায়।
তারাটি মুচকি হেসে বলল - আচ্ছা শোনাও!
আমি উৎফুল্ল হৃদয়ে হাতে নিয়ে দেখি ধবধবে সাদা কাগজ পড়ে আছে।
সে কি! আমার পান্ডুলিপি কোথায়?
তারা আমায় বলে গেল,
অন্য কোন দিন কোন রাতের মায়ায়,
আবার আসবো তোমার কবিতা শোনায়।
বহুদিন লেখো নাকো তুমি।
এবার মন দাও কবিতায়।
পান্ডুলিপি ছাড়া আমি দিশেহারা।
কি যেন বলে গেল একটি রাতের তারা।
No comments