ভাসছি আমি বন্যার জলে- হুসাইন আহমাদ
কবিতা : ভাসছি আমি বন্যার জলে
কবি ও আবৃত্তি : হুসাইন আহমাদ
কবি ও আবৃত্তি : হুসাইন আহমাদ
আসসালামু আলাইকুম
কবিতা গাঁ পরিবারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় শ্রোতা আপনি যদি কবিতা লিখেন তাহলে আমাদের পেজে আপনার কবিতাটি প্রকাশ করতে পারেন অথবা আপনি যদি পাঠক হয়ে থাকেন তাহলেও আমাদের পেজটিকে ফলো করতে পারেন।
ধন্যবাদান্তে
কবিতা গাঁ পরিবার
What's App : +8801518609552
.................................................................
ভাসছি আমি বন্যার জলে
হুসাইন আহমাদ
ঘরবাড়ি মোর ডুবে গেছে,
বাঁধ ভেঙেছে জলে।
পানি পানি থৈ থৈ করে,
চারদিকে মোর ঘিরে।
খাবার দাবার নাই যে পেটে,
ঘুম নাই মোর চোখে।
বাচ্চাকাচ্চা নিয়ে আমি,
আছি খুবই দুখে।
ফসল জমিন সবই গেছে,
বন্যার জলে ডুবে।
ধানের গোলা; সেটার ভিতর,
পানি থৈ থৈ করে।
সহায় সম্বল সবই গেছে,
নিঃস্ব করে মোরে।
হাবুডুবু খাচ্ছি আমি,
নিজের উঠান পারে।
No comments