কমলা রঙের তৃষ্ণা- নুরুজ্জামান
কমলা রঙের তৃষ্ণা
নুরুজ্জামান
বন্ধু চৌরাস্তা, যেখানে বেদনারা গান গায়।
যেখান সাফল্যেরা বেশী রূপকথার মতো।
পিপাসাকাতর গ্লাসে কমলা রঙের রোদ।
রোদ আর প্রেম শেষে আবার প্রেম হয় শুরু।
জীবনানন্দের আনন্দের রঙ খেলা করে মনে।
কমলা রঙের সুন্দর প্রেমের আবেশে বাঁচি।
পরন্তবিকেলে রোদ জমেছে গ্লাসের জলে।
গ্লাস থেকে ঠোঁটে শরীরে কমলা রঙ তৃষ্ণা।
No comments