শেষ দেখা- তৌহিদ হাসান
শেষ দেখা
তৌহিদ হাসান
প্রিয়,
তোমার সাথে শেষ দেখা ছিল সেই রাতে,
তুমি গেলে চলে অন্ধকারের পথে।
তোমার চিঠির শেষ লাইনটা পড়িনি,
মনে হয়েছিল, তুমি আজও পাশে বসে।
তোমার প্রতিটি শব্দ ছিল মধুর ধ্বনি,
তোমার চলে যাওয়া যেন মনের শূন্য কণি।
আজও চিঠিগুলো পড়ে দেখি রাতভর,
তুমি কি জানো, চোখের জল থামেনি এখনও?
তোমার শেষ দেখার স্মৃতি বুকে রাখা,
আমার জীবনে তুমি এক অমল ভালোবাসা।
ইতি,
No comments