নিয়তি- রোজিনা খাতুন
নিয়তি
রোজিনা খাতুন
তারিখ: ২৪/০৯/২০২৪
প্রিয়তম আজো ভালবাসি তোমায়
যদিও আছে অনেক রাগ
নিজেকে ভীষণ কষ্টে রাখি
তবুও তোমাকে করিনা ত্যাগ।
নিজেকে আমি নিজেই বোঝায়
একা চোখের পানি মুছি
নিজের কষ্ট জমিয়ে রেখেই
সুখ গুলো নিত্য খুঁজি।
বুঝিনি পাথরের মন তোমার
বাসনি আমায় ভালো
তোমাকে ভালবেসে আজ আমার
জীবন হলো এলোমেলো।
পাগল বেসে পথে ঘুরি
পায়না কোন দিশা
তোমার টানে ছুটে চলি
বাঁচার অনেক আশা।
No comments