হক্কানি মাজার ভেঙো না- শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)
হক্কানি মাজার ভেঙো না
শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)
কবর-মাজার একই শব্দ
অলি'র মাজার হয়,
পীর-মুর্শিদ আছে বলে
উছিলায় কাটে ভয়।
ইবাদতে স্রষ্টা মিলে'গো
সাধনায় পাওয়া সব,
প্রভুর জিকির নবীর দুরুদ
করো কলরব।
নবীর শানে দরুদ পড়লে
আল্লাহ'কে পাবে,
প্রভু পেলে হবে অলি
সকল কিছু পাবে।
হক্কানি অলি'র মাজার শরীফ
জিয়ারত করো যদি,
মনে ভীষণ শান্তি লাগবে
বাড়বে ঈমানের গতি।
জন্মভূমি অলি'র দেশ
তিনশো ষাট আউলিয়া,
হক্কানি মাজার ভেঙে'গো
হয়োনা দেউলিয়া।
সকল মাজার জিয়ারত শেষে
শির্কী করে যারা,
মাজার পূজা ঈমান নষ্ট
জাহান্নামে পুড়বে তারা।
শিরক করা পাপের বাপ
অনেক মহাপাপ,
সব গুনাহ মুক্তি দিলেও
হবেনা তোমার মাপ।
No comments