Header Ads

Header ADS

কবি ও কুবি -মো.রিমেল

কবি ও কুবি
মো.রিমেল
 
কখনো সাজে সাদা চাদরে পাহাড়গুলো
কখনো উড়ে স্নিগ্ধ বাতাসে পথের ধূলো
কৃষ্ণচূড়ার লালের অপেক্ষায় আকুল মন
সোনালু আবার হেসে উঠিবে বা কখন?
 
রৌদ্রময় দুপুরে কাঁঠালতলায় কাঁঠালের ঘ্রাণে
ক্ষণিকের উল্লাস অজানায় মেতে উঠে প্রাণে
ছড়িয়ে আছে পথের ধারে গোলাপি সারি
যেন দিচ্ছে সেটা অজানা গন্তব্যে দিগন্ত পাড়ি,
 
অবশেষে আসমানের কান্না বহুদিন পরে
শ্যামল, প্রকৃতিতে হটাৎ রাগের অশ্রু জরে
কুয়াশার আলিঙ্গনে রিক্ত প্রকৃতির সবি
পরম সুন্দরের বর্ণনায় আত্নহারা কবি।



No comments

Powered by Blogger.