মিহিদানা জীবন -শর্মিলা বহ্নি
মিহিদানা জীবন
শর্মিলা
বহ্নি
উত্তপ্ত
দুপুরে বিশাল এক অবসন্ন নিয়ে ভিতরে,
আমি
বাইরে তাকিয়ে ভাবছি
পৃথিবীতে
কেন এত স্মৃতি জমায় আমরা?
কিসের
এত স্বপ্ন সাজাই?
পৃথিবী
যে আদৌও চিরস্থায়ী নয়।
বাতাসে
ছাই উড়ার মতোই সামান্য এই জীবন উড়ে যেতে পারে যেকোনো সময়।
এইযে
একদিন এই সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যাবে,
ধ্বংস
হয়ে যাবে বিশ্বের সকল মানব স্মৃতি।
নিশ্চিহ্ন
হয়ে যাবে সকল অস্তিত্ব।
তবুও
দেখো আমরা পৃথিবীকে কত সুখময় ভাবি,
আশাবাদী
হয়ে রই, কাটাতে চাই কত মধুর সময়।
কী
অদ্ভুত তাইনা?
প্রকৃতির
নিয়মেই এই ছোট্ট সফরে,
গড়ে
তুলি এক অস্থায়ী অভিনয়।
No comments