ভোলা মন- সাদিকুল ইসলাম রিফাত
ভোলা মন
সাদিকুল ইসলাম রিফাত
দ্যুলোকে ভুলোকে মন
উঠিছে দুলি ক্ষণ
চিনিয়ে লইবে মোরে
হঠাৎ কখনও আকিঞ্চন।
তোমাদের তরে আমি
তুচ্ছ ভেবেছি জীবন খানি
যায় যায় দিন দিগন্তে
ছুটে চলেছি তেপান্তে।
দিন যায় দিন আসে
নিভে জানি কভু ক্ষণ,
আলোর দুয়ারে আসিবে
প্রদীপ, জ্বলিবে দিগ্বিদিক।
সদা মনে কোন ক্ষণে
দমিবে না এই মন,
অতীতের সব ব্যথা
ভুলিবে কি সে তা!
No comments