Header Ads

Header ADS

তোমার ব্যক্তিত্ব- প্রিয়াংকা নিয়োগী

তোমার ব্যক্তিত্ব
প্রিয়াংকা নিয়োগী


ব্যাক্তিত্ব যদি হয় সুমধুর,
মানুষের মুখে মুখে তা মধুর।

    ব্যাক্তিত্ব যদি হয় চশমখোর,
তোমার প্রতি মানুষের ভাবনাও হবে 
চশোমখোর।

            যদি তুমি হও বুদ্ধিমতি,
তোমার ভাবনার দিপ্তী জ্বলবে চারদিকখানি।

     তোমার ব্যাক্তিত্ব চতুর,
মানুষের হিসেবও তোমার জন্য চতুর।

          যদি তুমি হও ক্যাবলা, বাঁচাল,
ব্যাক্তিত্বহীন ও মেরুদন্ডহীন,
   মানুষের কাছে তুমি মূল্যহীন।

     হিংসুটি হলে,
হিংসার আচরণ প্রকাশ পাবে সবখানে।

    
    তোমার ব্যাক্তিত্ব ভালো,
   মানুষের কাছেও তুমি ভালো।

          ব্যাক্তিত্ব যদি‌ স্মার্ট ,
    তোমার প্রতিটা বিষয়ই স্মার্ট।

      ব্যাক্তিত্ব যদি হয় লড়াকু,
কঠিন বিষয়কে হার মানাবে 
তা স্বাভাবিক কিছু।

       ব্যক্তিত্ব যদি বিশ্বাসযোগ্য,
 তোমার বলা এক লাইনই ভরসা যোগ্য।

      
ব্যক্তিত্ব যদি হয় ছাতার মতোন,
সেখানে আশ্রয় নেবে অনেক কজন।

         আদর্শ,দয়াবান ও পরোপকারী হলে,
দৃষ্টান্ত রাখবে ভালো সমাজ তৈরীর ক্ষেত্রে।

যদি কথা ও কাজ হয় জ্ঞানের,
ত মানুষের মননের।






No comments

Powered by Blogger.