কবির আশা-হাজী জয়নাল মুন্সী
কবির আশা
হাজী জয়নাল মুন্সী
সাটুরিয়া, মানিকগঞ্জ ,বাংলাদেশ ।
যশোর জেলার কেশবপুরে
সাগরদাঁড়ি ভাই,
কবি মধুসূদন গায়ের বাড়ি
একটু দেখে যাই।
অনেক লেখা লেখছেন তিনি
গেছেন মরিয়া,
তাহার লেখা কেমনে গের
ঢাকায় চলিয়া।
স্কুল কলেজ শিক্ষার জায়গায়,
দেখবেন চাহিয়া,
দুনিয়াদারী কিছু কথা গেছেন লিখিয়া।
অনেক ভাষা জানতেন তিনি
বিদ্যা শিখিয়া,
দুইটি বিয়ে করছেন তিনি
দুনিয়ায় থাকিয়া।
No comments