রাত্রি -সাদিকুল ইসলাম রিফাত
রাত্রি
সাদিকুল ইসলাম রিফাত
একলা পথে পথিক আমি
আকাশ পানে নেত্র দুটি
দেখলে তাঁরা ডাকিয়ে বলে
আমাদের কেন দেখিস?
ঠোঁটের কোনে মুচকি হাসি
বলব তাদের ডাকি
তোদের মাঝে আমায় নিয়ে
একটি তাঁরা বানিয়ে রাখিস!
অনন্ত গগনে যত তাঁরা জ্বলে
তৃষ্ণার্থ হৃদয় তিমিরে তাকিয়ে
নিজেকে তাই তাদের মাঝে খোঁজে।
রাতের তিমিরে মিটিমিটি তাঁরা
অসীম আকাশে তাকিয়ে দেখি
চাঁদ! সেও তো একেলা।
No comments