Header Ads

Header ADS

শরৎ কালে মেঘের ভেলা- সুজন মাহামুদ খান

 শরৎ কালে মেঘের ভেলা
সুজন মাহামুদ খান

শরৎ কালে মেঘের ভেলা
রোদ বৃষ্টি নিয়ে করছে খেলা,
শরৎ কালে নদীর ধারে
কাশবনে কাশফুল মনে দিয়ে যায় দুলা,
এই শরতে মাঝি মাল্লাদের যায় নাযে ভুলা ।
গ্রাম গঞ্জের
নদীর পাড়ের পথটি ধরলেই
নৌকা পেতে লাগে ৫ থেকে ১০ মিনিট,
নদীর ওপাড়ের অপেক্ষায় অপেক্ষায় মনের আনন্দ হয়ে যায় ফিনিশ,
এই শরৎ কালে। 
জেলে ভাই মাছ ধরে
এই শরতকালে নৌকা ভরে,
শরৎ কালের রূপের কথা বলার নেই শেষ
শরৎ কালের ধান ক্ষেতের সবুজ শ্যামল রূপ দেখা যায় বেশ।


No comments

Powered by Blogger.