পদত্যাগের হিড়িক- শাহাব উদ্দিন ভূঁইয়া (জয়)
পদত্যাগের হিড়িক
শাহাব
উদ্দিন ভূঁইয়া (জয়)
প্রবাদ
বাক্য বলে যে এক পাপে দশে ভোগে,
স্বৈরাচার
পতন সূত্রে চলছে এখন পদত্যাগে।
সারাদেশে
এক দফা একে একে ছাড়ছে পদ,
চেয়ার
পদ না ছাড়িলে আসছে ভীষণ মহাবিপদ।
স্কুল-কলেজ;
এমপি-মন্ত্রী ছাড় পেলনা ডিসি,
দিপু
মণি লাখ টাকায় বানায় অধ্যক্ষ-ভিসি।
সব
খাতে দুর্নীতি অধিক থেকে অধিকতর,
টাকা
পাচার শীর্ষ দেশ প্রায় মন্ত্রী মহা চোর।
বেগমপাড়ায়
বাড়ি গড়ে দেশ কানা করে,
মাথাপিছু
ঋণের বোঝা কুলি-মজুর মরে।
চালের
কেজি আশি টাকা গরীব মরে অনাহারে,
দুখের
ভাগ কেউ নিবেনা দুঃখ বলবে কাহারে।
সব
কালে কলি কালে গরীব মরছে দুখে-দুখে,
এই
কালে সব হালে গরীব কী আর থাকে সুখে।
লুটের
রাজ্যে হরিলুট দেশটা মোদের করলো শেষ,
বলতে
এখন লজ্জা হয় এটাই মোদের বাংলাদেশ।
রচনাকালঃ
০১.০৯.২০২৪ ইং
No comments