নিঃসঙ্গতা-মুহাম্মদ সানজিদ
নিঃসঙ্গতা
মুহাম্মদ সানজিদ
একটি নিকষ কালো রাত।
চাঁদ তারা বিহীন মেঘলা আকাশ।
ভগ্নহৃদয় জুড়ে ছিল তোমার বসবাস।
জোসনা বিহীন আকাশের নিচে।
অন্ধকারের সঙ্গী হয়ে তবুও দাঁড়িয়ে আছি।
হয়তো তুমি ফিরবে বলে।
সপ্নগুলো উড়ে গেছে ডানা মেলে।
আমিও চলে যেতাম তাদের সাথে ডানা ঝাপটে।
রয়ে গেছি শুধু তোমায় ভালোবেসে।
কথারা ফুরিয়ে গেছে অনেক আগেই।
তাহলে কেন থেমে আছি মাঝ পথে।
গন্তব্য না খুঁজে কেন খুঁজে চলেছি তোমাকে।
No comments