ঝুম বৃষ্টির নিশ্চুপ শহরে - কবি হাবিবুর রহমান হাবিব
ঝুম বৃষ্টির নিশ্চুপ
শহরে
কবি
হাবিবুর রহমান হাবিব
রিম
ঝিম বৃষ্টির দিনে, মনে পড়ে তোমায়।
তোমার
সেই ছবি আঁকি, হৃদয়ের আয়নায়,
বৃষ্টির
বিন্দুতে ভিঁজে, পায়েহেটে চলা সেই! পিচঢালা পথে,
ইচ্ছে
করেই বেরিয়ে পড়া দু’জনের, ঝুম বৃষ্টির, নিশ্চুপ শহরে।
এখনো
কি আর বেরাও ঘুড়ে? আমাদের সেই চেনা শহরে?
বাঁধার
দেয়াল ভেঙ্গে, চলনা সেই পথে, পা বাড়ায়
হাত
রেখে হাতে?
পরিচয়
ভুলে গিয়ে,অপরিচিতা কেন হলে!
No comments