শুকনো কাঁশবন- অথই মিষ্টি
শুঁকনো কাঁশবন
অথই মিষ্টি
কাঁশবনে আর যাওয়া হলো না
তোমার যে ছিলো এবং আছে এখনো হাজারো ব্যস্ততা
প্রিয় আমার সেই সখ, যে তোমার হাতটা ধরে
শুভ্র শুষ্ক সতেজ কাঁশবনে বেড়াবো ঘুরে
দুষ্টামিতে মেতে বলবো হাঁসিমাখা মুখ ভরা দু-চারটে কথা
সারাটা বিকেল সেই সে কাঁশফুল আর তোমার সঙ্গে কাটাবো বলে চেয়েছিলাম
কিন্তু, কিন্তু তার বদৌলতে পেলাম বেশি নয় সামান্য কষ্ট ও ব্যথা।
আচ্ছা আমার প্রিয় তুমি, পারতে না কি
তোমার হাজারো ব্যস্ততার মাঝে একটুখানি সময় বের করতে!
আর সে সময়টুকুর অমূল্য উপহার আমায় দিতে!
জানি পারতে, সত্য তো এটাই যে
তা নিয়ে তুমি একটি বারো ভাবোনি
তুমি ভাবোনি, কেউ একজন প্রতিনিয়তই
ধৈর্যের বাঁধ ভেঙ্গে তোমার কাছ থেকে একটুখানি সময় এর জন্য অপেক্ষা করে যায়।
অপেক্ষা করে যায় প্রতিনিয়তই অধীর আগ্রহে
সকাল থেকে রাত্রি আর রাত জেগে ওঠা প্রহরে
শুধু তোমার কাছে থেকে একটু সময় পাবে বলে।
No comments