দিশেহারা-কবি আব্দুর রহিম দ্বীন
দিশেহারা
কবি আব্দুর রহিম দ্বীন
কবি আব্দুর রহিম দ্বীন
আজও কাঁদি নিরবে
শুধু তোমারি জন্যে,
তুমি কি বুঝনা সামান্যে।
আকুল মনে ব্যকুল প্রাণে
তোমায় খুজি সর্বখানে,
কোথাও তোমায় পাইনে খুজে।
জীবন ভরি,খুজব তোমায়
এসে ফিরে বাঁচাও আমায়,
আমার বেলা যায় বযে যায়।
যেখানেই যাই গো আমি
সেখানেই তোমায় দেখি,
কি যে করব,পাইনা ভেবে।
ভাবতে ভাবতে পাগল পারা
হয়েছি আমি দিশেহারা,
পাইনা খুঁজে কুল কিনারা।
শুধু তোমারি জন্যে,
তুমি কি বুঝনা সামান্যে।
আকুল মনে ব্যকুল প্রাণে
তোমায় খুজি সর্বখানে,
কোথাও তোমায় পাইনে খুজে।
জীবন ভরি,খুজব তোমায়
এসে ফিরে বাঁচাও আমায়,
আমার বেলা যায় বযে যায়।
যেখানেই যাই গো আমি
সেখানেই তোমায় দেখি,
কি যে করব,পাইনা ভেবে।
ভাবতে ভাবতে পাগল পারা
হয়েছি আমি দিশেহারা,
পাইনা খুঁজে কুল কিনারা।
No comments