বিশেষ নোটিশ
আসসালামু আলাইকুম
আসছে কবিতা গাঁ পরিবারের পক্ষ থেকে অনলাইন ই-বুক সংখ্যা ০১। এখানে সবার জন্য কবিতা জমা দেওয়া উন্মুক্ত। আমরা চাইছি প্রথম সংখ্যায় ৫০ জন কবির ১টি করে ৫০ টি কবিতা নিয়ে এই বইটি প্রকাশ করা হবে। আপনারা যাঁরা নিয়মিত আমাদের এখানে কবিতা দিচ্ছেন সবার কাছে অনুরোধ এটা শেয়ার করে দিবেন। কারণ আমাদের প্রথম সংখ্যায় ৫০ জন কবির ৫০ টি কবিতা লাগবে।
সুবিধা
- এই বইয়ে যেহেতু ৫০ কবির কবিতা থাকবে, তাই আপনার পরিচয়টা ৫০ জন জানবে এবং চিনবে।
- কারো কাছ থেকে কোন পেমেন্ট নেওয়া হবেনা।
- অনলাইনের মাধ্যমে যেহেতু পাবলিশ করা হবে, সেহেতু সকলে পড়ার সুবিধা রয়েছে।
- সাপ্তাহিক একজনকে সেরা কবি বাছাই করা হবে এবং তার কবিতা আবৃত্তি করে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হবে।
- চ্যানেলের জন্য তাদের কবিতায় বাছাই করা হবে যাঁরা মাত্র ৫০ টাকা দিয়ে আমাদের ই-বুকটি ক্রয় করবেন।
নিয়ম
- কবিতা ৩০ লাইনের মধ্যে হতে হবে।
- কবিতার বানান এবং শিরোনাম কবির নাম ঠিক মতো দিতে হবে।
- যে কোন বিষয়ের উপর কবিতা দেওয়া যাবে।
- কবিতা ছবি এবং কবি পরিচিতি সংক্ষিপ্তভাবে দিতে হবে।
- প্রকাশ করার পর অবশ্যই প্রতি সাপ্তাহ আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হবে।
- ই-বুকটি পড়তে অবশ্যই ১০ টাকা ফর্মা পেমেন্ট করে তারপর সংগ্রহ করতে হবে।
- যারা ই-বুক ক্রয় করার পর অন্যের সাথে শেয়ার করবেন, তাহাকে আগামী ই-বুকে রাখা হবেনা।
অসুবিধা
- বিনামূল্যে কাউকে ই-বুকের এক্সেস দেওয়া হবেনা।
- পেমেন্ট বিকাশে দিতে হবে।
আমরা আগামী ই-বুক নিয়ে আসছি ১০০ কবির কবিতা নিয়ে। তাই সবাই একটু সতর্কভাবে নিয়ম অনুসরণ করবেন এবং ই-বুক ক্রয় করবেন। মনে রাখবেন একটা স্টলে চা আর সিগারেট বিল হয় ৩০-৪০ টাকা। কিন্তু আমি প্রতি সাপ্তাহ আপনাদের কাজ করে নিবো মাত্র ৫০ টাকা। তাই অবশ্যই টাকার দিক না তাকিয়ে অবশ্যই এটা ক্রয় করতে চেষ্টা করবেন।
এতে করে আমারও কিছুটা উপকার হয়। কম্পিউটার অপারেটর এবং আবৃত্তিকারকে কিছু দিতে পারি। মূল্যত আপনাদের সামান্য হাদিয়াটা তাদেরকেই দেওয়া হবে।
নোটঃ যদি কারো কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। আমরা যতো তাড়াতাড়ি সম্ভব উত্তর দিতে চেষ্টা করবো।
ধন্যবাদ
No comments