Header Ads

Header ADS

১০৩ নং রুম- আনজানা ডালিয়া

১০৩ নং রুম
আনজানা ডালিয়া
 
সবে কলেজে পা দিয়েছি
রঙীন জগতে মাত্র উড়ছি
কত বান্ধবী,
গার্লস স্কুলে পড়া এই আমি ছেলেদের সাথে ক্লাস করছি
কেমন যেন অন্যরকম অনুভূতি।
চোখের সামনে সসা ভালোবাসে হেলেঞ্চাকে
আর সিম ভালোবাসে রাঙ্গা লাউকে।
১০৩ নং ক্লাস রুমের বেড়া নিখুঁত করে ভাঙা
এক হালি প্রেমিক-প্রেমিকা কথা বলে ভাঙা ফুটো দিয়ে।
আমি শুধু চেয়ে দেখতাম মিষ্টি করে হাসতো ওরা
কিসের যে এতো কথা বলতো বুঝতামনা।
সময়ের নির্মমতায় দেখি ওরা হেটে যায় পাশ কাটিয়ে
ভাগ্য নামের একটা শব্দের ঘেরাটোপে দু' জোড়া কপোত-কপোতির জোড়া বাধা হয়নি।
চলতি পথের গ্রন্থিতে এখনও দেখা হয় তাদের,আমার
কেউ কারো সাথে কথা বলেনা
হারিয়ে গেছে বেড়ার ১০৩ নং রুম।
দালানের কনক্রিট সব রঙ কেড়ে নিয়েছে।


No comments

Powered by Blogger.