কে তুমি- সাদিকুল ইসলাম রিফাত
কে তুমি
সাদিকুল ইসলাম রিফাত
কে তুমি প্রিয় আজ
হলে যে আমার মনের সাজ!
তুমি যে ছিলে কোথায়
কে বা বলিবার পারে,
কিন্তু হঠাৎ কেমনি করে
এলে আমার মনের মাঝে।
তুমি ছিলে হাজারও
গাছের মাঝে একটি রাঙা
সুভাষিত ফুল,
তাইতো তোমায় আমি
চিনিতে করিনি ভুল।
তোমার পানে পথ চেয়ে থাকি
থাকি যে নিশিত রাত জাগি
তোমায় প্রিয় পাবো তাই ভাবি।
No comments