অনুভূতি- সাজিদ বিন আওলাদ
অনুভূতি
সাজিদ বিন আওলাদ
সাজিদ বিন আওলাদ
সেই গোধূলী লগ্নে চির-চেনা এই শহরে ।
তোমার হাত ধরে আর একটি বার হাটঁতে চাই ।
শেষ বিকলে নদীর ধারে, সাদা কাশবনের মুগ্ধতা ।
তোমার ভালোবাসার শুভ্রতাও তাকে হার মানায় ।
রক্তিম সূর্যের আভা গায়ে মেখে ।
আর একটি বার তোমার সাথে পথ চলতে চাই ।
ধুলোবিহীন পাথরের এই রাস্তাতে কোন, একদিন
ইলশেগুঁড়ি বৃষ্টিতে তোমার সাথে ভিঁজতে চাই।
রাতের আকাশে যখন চাঁদ তারাদের ঝিলিমিলি ।
তুমি আর আমি ফিরে আসবো চুপি, চুপি ।
পাথুরে রাস্তায় ল্যামপোষ্টের ক্ষীণ আলোয়,
শেষ বারের মতো দেখবো তোমার ছায়ামূর্তি ।
নিমিষেই এক আকাশ বিষন্নতা ভীড় জমাবে আমার হৃদয়জুড়ে ।
নীল আকাশ ঢেলে যাবে ঘন কালো মেঘের আড়ালে ।
হয়তো তুমি আবার ফিরে যাবে আমায় একা ফেলে রেখে ।
No comments