ফিরে দেখা -নিহাদ হোসাইন
ফিরে দেখা
নিহাদ হোসাইন
আমি যখন থাকবো না আর পৃথিবীর বুকে,
তখন সূর্য কি উঠবে আগের মতো?
থাকবে দীপ্তিমান?
বাতাস কি থাকবে প্রবাহমান?
যেমন ছিল জীবদ্দশায় আমার।
পাখিরা করবে কিচিরমিচির আর?
যেমন করত জীবদ্দশায় আমার।
জারুলের মগডালে বসা কোকিলটি কি করবে পুনঃ কুহুতান?
পথের অবহেলিত ফুলগুলো ফুটবে কি আর?
যাদের আমিই ছিলাম একমাত্র ফটোগ্রাফার।
প্রবাহিত থাকবে কি আর সেই নদীটি?
স্টিমারে যা দিয়েছিলাম পাড়ি।
ছোট মক্ষিকারা কি আর খুজবে আমার দেহ?
খুজলে কি হবে?
আমি তো তখন থাকবো হাজারো কীটের ভীড়ে।
No comments