Header Ads

Header ADS

প্রাপ্তি-সাজিদ বিন আওলাদ

 প্রাপ্তি

সাজিদ বিন আওলাদ 

আশা ছিল অনেক পেয়েছি সল্প। 
সপ্ন ছিল অনেক বড় পূর্ণ হয়েছে অল্প। 
ইচ্ছেগুলো পূর্ণতা পেয়েছ শূন্যতা নিয়ে। 
কথারা ফুরিয়ে গেছে হয়তো অভিমানে । 
নিঃসঙ্গতা দূর হয়ে গেছে একাকীত্বে। 
নীরবতা করাঘাত করছে মনের কুঠুরিতে। 
স্মৃতিগুলো হারিয়ে গেছে অজানা কারণে । 
নাম না জানা পাখিটা ডেকে ওঠে বিরহে। 
নীল আকাশ ছেয়ে গেছে ঘন কালো মেঘে। 
ভালোবাসা বদলে গেছে বিষাদে। 
চেনা মানুষও আজ স্বার্থপরতার মুখুশ পরেছে। 
সজ্জনতার আড়ালে লুকিয়ে রাখে নিজেকে। 
সবুজ দিগন্ত ছেয়ে গেছে কালো অন্ধকারে। 
নাম না জানা পথিক ফির যাচ্ছে শূন্য হাতে।



No comments

Powered by Blogger.