শীত - মোখছেদুল হাসান
শীত
মোখছেদুল
হাসান
এই
শীতে না হয় একাই কাটাব
পরের
শীতে তুমি কুয়াশা হয়ে এসো
এই
শীতে না হয় একা একা রাত পোহাব
পরের
শীতে তোমাকে সাথে নিবো।
এই
শীতের ইচ্ছে গুলো
তুষার
হয়ে জানান দিবো
কুয়াশা
ঢাকা শহরে না হয়
দুজন
মিলেই ঘুরতে যাব।
হাড়
কাঁপানো শীতে দুজন এক
চাঁদরে
জড়িয়ে রবো,
চায়ের
কাপে চমুক দিয়ে
ভালোবাসা
মিশিয়ে দিব।
এই
শীতের ইচ্ছে গুলো
পরের
শীতে পূরণ করো,
তুমি
হীনা এই শীত
পরের
বছর মিটিয়ে নিবো।
No comments