Header Ads

Header ADS

খোলস - কামরুল হাসান জুয়েল

খোলস
কামরুল হাসান জুয়েল
 
সোঁদা মাটির গন্ধে বিভোর হয়ে
মিশে গেছি মৃত্তিকার সাথে
আমার নাড়ী প্রোথিত মৃত্তিকার গভীরে,
বিস্ময়ে প্রত্যক্ষকরি নীরব অংকুরোদম-
কি করে সশ্যদানা জানান দেয় নিজের অস্তিত্ব
এক পৃথিবীর পাপ, পঙ্কিল আর ঘৃণাকে
শুষে নিয়ে কি করে খাটি করে মাটি!
 
নাড়ী ছিড়ে কতজন গিয়েছে দূরে
বাড়িয়েছে ধন জন জৌলুস,
আমি নীরবে সহে আজন্ম বেদনা-
কাঁদা মাটি গায়ে মাখি, ভিতরে বাহিরে মাটিতে গড়া
মাটিই আমার খোলস।



No comments

Powered by Blogger.