মধ্যবৃত্ত - আলাউদ্দিন আলভী
মধ্যবৃত্ত
জন্মেছি
আমি মধ্যবৃত্ত হয়ে
বহু
কষ্ট যায় রয়ে।
সবার
সামনে হাসিখুশি থাকি
সপ্ন
পূরন রয়ে যায় বাকি।
স্বপ্নের
দিকে ছুটে চলি
মনের
সাথে কথা বলি।
মন
যে-বলে
ভেতরে
ভেতরে যন্ত্রণা
লুকিয়ে
যতই রাখো
বাঁচার দায় যে অনেক
সেটা
তুমি মনে রেখো।
ইচ্ছে
আমায় দুচোখ জোড়ে স্বপ্ন দেখাই রোজ
হার
না মানা মন..
ছুটে
চলে রোজ।
রঙিন
জগত প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকে
অর্থের
অভাবে স্বপ্নগুলো গলে যায় পকেটের ফাঁকে।
ভিক্ষার
জুলি হাতে নিয়ে গরিবরা হয়তো বাঁচতে জানে...
মধ্যবিত্ত
ছেলে মেয়ে -ই সিলিং ফ্যানের ফাঁসির দড়ি টানে ।
ডিগ্রীগুলো-ও
হয়ে গেছে মূল্যহীন কাগজের পাতা
অর্থাভাবে
নাই যে আজ মনে বিলাসিতা।
ভালোবাসা
গুলো হারিয়ে যায় বেকারত্বের ছোঁয়ায়
চাহিদাগুলো
ঢাকা পড়ে যায় মনের এক কোনায়।
প্রতিকূলতার সঙ্গী হয়ে সাজায় কত চিত্র
বাছাটাও
মোটেই সহজ নয়
হয়ে
মধ্যবিত্ত।
No comments