Header Ads

Header ADS

জননী জন্মভূমিশ্চ- স্মরজিৎ পন্ডা

জননী জন্মভূমিশ্চ
স্মরজিৎ পন্ডা
 
বঙ্গভূমি জননী আমার, সোনার বাংলা আমার দেশ।
একি মা তোর করুন দশা, কেনরে তোর ওই মলীন বেশ।
তুই তো ছিল রানি হয়ে, সবার নয়ন সেরা।
তোর সন্তান শুয়ে আছে আজ, রক্ত কাপড়ে মোড়া।
ছিনিয়ে আনল সুনাম ওরা, গড়লো তারা স্বাধীন দেশ।
আবার রক্তে রাঙ্গিয়ে ওঠে, সোনায় মোড়া তোমার বেশ।
তবুও তুই খোয়ালি কেন, তাদের দেওয়া সেই সুনাম।
তোর যদি হয় দুইটি ছেলে, হিন্দু এবং মুসলমান।
তবে তো তারা ভাই ভাই সব, থাকুক ওরা বন্ধনে।
তাদের বাঁধন ছিন্ন কেন, তুই কেন মা ক্রন্দনে।
কঠোর হও মাগো তুমি, রক্ষা করো সন্তানে।
ফিরিয়ে দাও ফিরিয়ে দাও, আগের মতন বন্ধনে।
দুই ছেলে নিয়ে রানির বেশে, ফর-মাশ কর বিশ্বকে।
দেখবি তখন সবাই মিলে, স্লোগান দিচ্ছে বাংলাকে।
কোথায় তোর ক্ষিপ্র বাণী, কোথায় তোর ক্ষিপ্র বেগ।
বন্ধ কর বন্ধ কর মনের ভেতর ক্ষুন্ন আবেগ।
ধর্ম আবেগ রাখ না এবার, ভাসিয়ে দে না ওই স্রোতে।
সোনার বাংলা গড়তে হবে, চল না লড়ি একসাথে।
দ্বেষ হিংসা সব রেখে দে,
ঘরের কোনের অন্দরে।
চল না গিয়ে দাঁড়াই এবার, না লুকিয়ে কন্দরে।
পড়শি দেশ হাসছে যখন, মুষ্টি ধরে মায়ের কেশ।
চল না সবাই ছিনিয়ে আনি, সোনার মায়ের বাংলাদেশ।।

কবির অন্যান্য কবিতা পড়তে নিচের শিরোনামের উপর ক্লিক করুন।



No comments

Powered by Blogger.