Header Ads

Header ADS

দন্ড সিদ্ধির কফিন- জেড. আর. স্বপন

কবিতা : দন্ড সিদ্ধির কফিন
কবি ও আবৃত্তি : জেড. আর. স্বপন
আসসালামু আলাইকুম
                           কবিতা গাঁ পরিবারের  পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় শ্রোতা আপনি যদি কবিতা লিখেন তাহলে আমাদের পেজে আপনার কবিতাটি প্রকাশ করতে পারেন অথবা আপনি যদি পাঠক হয়ে থাকেন তাহলেও আমাদের পেজটিকে ফলো করতে পারেন। 
.
ধন্যবাদান্তে 
কবিতার গাঁ পরিবার
What's App : +8801518609552
দন্ড সিদ্ধির কফিন
জেড.আর.স্বপন।
স্বাধীনতার পঞ্চাশ বছর পেরিয়ে গেলেও 
আজ অব্দি যে ভীনদেশি হায়নার দল-
লাল সবুজের পতাকার নীচে দাঁড়িয়ে
বাঙালীদের উপহাস করে যাচ্ছো অপজ্ঞানে-! 
আমি সেই ভাষা গুলো ডায়েরীর পাতায় লিখে 
ভাঁজ করে পুঁতে রেখেছি তোমাদেরই- 
কোন এক শস্য শ্যামলা মাঠের কোণে-!
জেনে রাখো কোন একদিন সেই ভাষারাই 
প্রতিবাদী প্রানের সঞ্চার করে উঠে আসবে 
আমাদের দ্রোহী লাঙ্গলের ছুঁচালো ফলায়-! 
তপ্ত লাভা হয়ে নিঃশ্বাসের সাথে পৌঁছে যাবে
তোমাদের ফুসফুসের শিরা-উপশিরায়-!
ক্ষোভের অনল ভষ্ম করে দিবে 
সচল হৃদপিণ্ডের দু’টো নিলয়-! 
মুহুর্তে হৃদ স্পন্দনের হবে প্রস্থান 
অতঃপর দন্ড সিদ্ধির কফিনে পুরে 
ঘটাবে প্রতিশোধের অবসান-!! 
           
০৩-০৭-২০২৩ 

No comments

Powered by Blogger.